
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২০, ৩:৪৬ পি.এম
মাধবপুরে টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে আউয়াল মিয়া (২০) নামে এক টমটম চালককে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত হারিছ মিয়া ডেঙ্গুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, টমটম চালক আব্দুল আউয়াল গতকাল বুধবার বাড়ি থেকে টমটম নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন মাধবপুর থানায় জিডি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সুরমা চা বাগান কর্তৃপক্ষ সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকায় একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে মাধবপুর থানায় অবগত করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, সুরমা চা বাগান কর্তৃপক্ষ জানানোর সাথে সাথেই তিনি ও সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.