মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবাই অংশ গ্রহন করে ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। আলোচনা সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রশংসা করে বলেন, বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক দুযোর্গ সহনশীল দেশ। যেকোন দুযোর্গের পূর্বে প্রস্তুতি ও মোকাবেলার জন্য প্রস্তুত থাকে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, থানার পুলিশ পরিদর্শক গোলাম দস্তগীর আহমেদ, চেয়ারম্যান ফারুক পাঠান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, আমার বাড়ী আমার খামার এর সমন্বয়ক পারভীন সুলতানা, একাডেমির সুপার ভাইজার রোখসানা পারভীন প্রমুখ।