মুজিব শতবর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে সবসময়। তারই ধারাবাহিকতায় থেমে নাই রাজবাড়ীর পাংশাতে। পাংশা থানার অফিসার ইন চার্জ মোঃ শাহাদাত হোসেন রাত জেগে শুধু পাংশার নিরাপত্তাই নিশ্চত করেন না, তিনি বিভিন্ন সামাজিক কাজেকর্মে জড়িত।
যেমন, গতকাল রাতে পাংশার বিভিন্ন এলাকায় ঘুরে নিজ উদ্দ্যোগে কম্বল বিতরণ করেন। ফুটপাত কিংবা,বারান্দায় , রেলস্টেশনে রাত কাটানো শীতার্ত অসহয় গরীব দুখি মানুষের হাতে তুলে দেন শীতবস্ত্র। এমন মহৎ প্রাণ মানুষ খুবই কম। ওসি মোঃ শাহাদত হোসেন, পাংশার আইন শৃৃংখলার, পাশাপাশি সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন । বর্তমান পাংশার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো ।
বর্তমান ওসি পাংশা থানায় যোগদান করার পর থেকেই আইন শৃৃংখলার দৃষ্টপট পালটে যায় এখন পাংশার পরিবেশ ভালো। স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, পাংশার ওসি যেমন পাশার আইনশৃঙ্খলা পরিবেশ ভালো রেখেছেন তেমনি বাংলাদেশের প্রতিটি থানায় এমন মহৎ ওসি থাকতো তাহলে দেশের সকল মানুষই ভালো থাকত এবং সঠিক পুলিশি সেবা পেত। আরেকজন বলেন বিগত দিনের ওসির কাজকর্মের চাইতে বর্তমান ওসির কার্জকর্ম অনেক ভালো। থানা এখন দালাল মুক্ত, সরাসরি ওসির সাথে কথা বলা যায় তিনি একজন মহৎ প্রাণ মানুষ।
রাতের আঁধারে অসহয় শীতাত্ব মানুষের পাশে দাড়ান, পাংশার বাজার,রেলস্টেশ,ফুটপাতে রাত কাটানো অসহায় দরিদ্র মানুষের মাঝে নিজে গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এই কনকনে শীতে একটু গরম শীতবস্ত্র পেয়ে খুশি সবাই। তিনি পাংশার হাসপাতাল গেট, রেল গেট, কলেজ মোড়,পাংশা রেলস্টেশন,পাংশা সরদার বাসস্ট্যান্ড,মইশালা বাজার,পাংশা বাজারের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন।