যশোর: একাদশ জাতীয় নির্বাচনে দু’টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অথচ নির্বাচনের জন্য তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে যশোর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাহীন চাকলাদারের দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেওয়া হয়।
যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করতে যশোর-৩ ও যশোর-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শাহীন চাকলাদার। নির্বাচনী বিধি মোতাবেক তিনি গত ২৫ নভেম্বর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু পদত্যাগপত্র গ্রহণ না হওয়ায় শাহীন চাকলাদার তার দু’টি মনোনয়নপত্রই প্রত্যাহার করে নেন।
এরআগে, নির্বাচন দাখিলের শেষ দিন বুধবার (২৮ নভেম্বর) যশোর-৩ ও যশোর-৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী থাকা শর্তেও বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন শাহীন চাকলাদার।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
ইউজি/এএ