
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২০, ৬:৩৪ পি.এম
ভাদুরিয়াতে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসমান জামিলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফে’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ভাদুরিয়া ইউনিয়নবাসীর আয়োজনে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫ টা পর্যন্ত ভাদুরিয়া বাজারের চৌরাস্তার মোড়ে ওই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউ.পি সদস্য হাররুনুর রশীদ, আতাউর রহমান, কাউছার আলী, গোফ্ফার আলী, শাবানা বেগম, মাহফুজা বেগম, আসমা বেগমসহ এলাকার প্রায় ৫০/৬০ জন অংশ গ্রহণ করেন।
ইউ.পি সদস্য হাররুনুর রশীদ মানববন্ধনে বক্তব্যে বলেন, ইউ.পি চেয়ারম্যান পরিষদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, খাদ্য বান্ধব কর্মসূচী, ৪০ দিনের কর্মসূচী, গৃহ নির্মাণ কর্মসূচীসহ সকল কাজে অনিয়ম করে আসছেন। কোন কাজে ইউ.পি সদস্যদের কোনপ্রকার অংশ গ্রহণ করান না।
চেয়ারম্যান ব্যাপক অনিয়ম ও মনগড়া ভাবে একছত্র ভাবে সকল কাজ অনিয়মের মাধ্যমে করে আসছেন। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ৯ জন ইউ.পি সদস্য স্বাক্ষরিত অভিযোগ গত ১৫ মে’২০১৮ কর্তৃপক্ষের নিকট দেয়া হলেও আজও তার কোন প্রতিকার হয়নি।
কার্ড থাকলেও শতাধিক ব্যাক্তি ভিজিএফে'র চাল পাইনি কয়েকজন ব্যাক্তি বলেন, আমাদের কাছে কার্ড আছে কিন্তু চাল পাইনি। আমাদের থেকে কার্ড জমা নিয়েছে কিন্তু চাল না দিয়ে বলেছেন চাল শেষ হয়েছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.