
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২০, ৫:২৭ পি.এম
বিরামপুর- নবাবগঞ্জ জীবাণনাশুক টানেলের শুভ উদ্বোধন

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
বিরামপুর এবং নবাবগঞ্জ উপজেলায় পরিষদে স্বয়ংক্রিয় জীবাণুনাশক দুইটি টানেলের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে দুইটি স্বয়ংক্রিয় টানেলের উদ্বোধন করেন।
এমপি শিবলী সাদিক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদের মানুষের আনাগোনা বেশি হয়ে থাকায় পরীক্ষা মূলকভাবে এই কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে চার উপজেলাতেই এই কার্যক্রম শুরু করা হবে। এতে করে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমতে পারে। তিনি আরো বলেন, জীবাণুনাশক টানেলগুলো
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রস্তুত করা হয়েছে। নিজ অর্থায়নে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে আপাতত দুই উপজেলাতে জনসমাগম এলাকায় দুটো টানেল প্রদান করা হয়েছে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে চলবে।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী প্রমুখ।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.