
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২১, ১:২১ পি.এম
বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫৬ হাজার জরিমানা আদায়

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিম অর্গানিক ও ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ আগষ্ট) বিকালে রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিথ্যা বিজ্ঞাপন প্রচার করে ভোক্তাদের সাথে প্রতারনা করার অভিযোগে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনে অবস্থিত নিম অর্গানিক প্রডাক্টের মালিক ড. নিম হাকিমকে ৫০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় বহরপুর ডিজিটাল মেডিকেল সেন্টারকে ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিষ্ট ছাড়া পরীক্ষা করায় প্যারাডাইস ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান ও বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম। এ সময় মোঃ পনিরুজ্জামান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.