
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২২, ৩:০০ পি.এম
বালিয়াকান্দিতে পুকুরে ডুবে শিহাব নামে এক প্রতিবন্ধীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরে ডুবে শিহাব (২৩) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের কালু ফকিরের ছেলে।
রবিবার (২৭ মার্চ) সকালে প্রতিবন্ধীর ওই যুবক প্রতিবেশীর পুকুরে ডুবে যায়।
নবাবপুর ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন জোয়াদ্দার জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের প্রতিবন্ধী শিহাব প্রতিদিনের ন্যায় সকালে ঘুরতে বের হয়। সকলের অগোচরে একই গ্রামের মনির উদ্দীনের পুকুরে ডুবে যায়। এলাকার লোকজন পুকুরে ভাসতে দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.