রাজশাহীর বাঘা উপজেলা মৎস্য সম্পদ প্রকল্পের ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলা চত্তরে ভ্যানগাড়ী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ মে২০২১) দুপুরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র মৎস্য জীবিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাঘা উপজেলার মোট ৩০টি জেলে পরিবারের মধ্যে ভ্যানগাড়ী,সেলাই মেশিন,থ্রি-পিসসহ বিভিন্ন সহায়তা করা হয়।১৫টি পরিবারকে প্রত্যককেই ১টি করে সেলাই মেশিন, ৭০মিঃ কাপড়,২টি থ্রি-পিস,বিভিন্ন রং এর ১গ্রোস সেলাই সুতা,১গ্রোস বোতাম ১টি ১২ সাইজের কাচি, স্কেল সহায়তা দেওয়া হয়। বাঁকী ১৫টি পরিবারকে ভ্যন গাড়ি বিতরণ করা হয়েছে। সর্ব মোট ৩০ পরিবারকে মৎস্য সম্পদ প্রকল্পের আওতায় এ সহায়তা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলী,বাঘা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,যুগ্ন সম্পাদক নছিম উদ্দিন(অধ্যক্ষ) যুগ্নসম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু,সদস্য মাসুদ রানা তিলু,,উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর পক্ষে কাউন্সিলরবৃন্দসহ উপজেলার রাজনৈতিক ব্যক্তি বর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা চামেলী।
এই বিভাগের আরও খবর....