
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২০, ৪:০০ পি.এম
বাঘায় বাপ্পির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত

বাঘা উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী পৌরসভা এলাকার মৃৃত বাবুুল হোসেন বাবলুর ছেলে পৌর ছাত্রলীগ সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পির নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) আড়ানী পৌর ছাত্রলীগ সভাপতি রিবন আহম্মেদ বাপ্পির বিরুদ্ধে বাঘা থানায় একটি ধর্ষণ মামলা হয়।
শুক্রবার(২৩অক্টোবর)বিকেল সারে ৪ টায় আড়ানী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক লম্বা বিক্ষোভ মিছিল। বৈরীআবহাওয়া বৃৃৃৃষ্টির মধ্যে শতশত মানুষে মিছিলটি আড়ানী বঙ্গবন্ধু মোড়ে এসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদসভার ব্যানারে লিখা আড়ানী পৌর মেয়র মুক্তারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চাই। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সার্বিক দায়িত্বে ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নাইম।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহান সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,রুস্তমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন,আড়ানী পৌর মহিলা লীগের সভাপতি মর্জিনা সাধারণ সম্পাদক সবুরজানসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.