বাঘা উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা থানা পুলিশ এক অভিযান চালিয়ে গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার এক আসামী বাদশা আলম নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানায়, বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার এক গৃহবধুর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করার কারণে তাকে ঠিকভাবে দেখভাল করতেন না। আর এ দারিদ্রতার সুযোগে ওই গৃহবধুর সঙ্গে পরকিয়া প্রেমে লিপ্ত হন তুলশিপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মুদি দোকানদার বাদশা আলম। এরপর বিয়ের প্রতিশ্রুতি প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারিরিক সম্পর্ক গড়ে তুলেন। সম্পর্ক চলার এক পর্যায় ওই নারী অন্ত:সত্বা হয়ে পড়েন। অন্ত:সত্বা হওয়ার পর থেকে গৃহবধু প্রেমিক বাদশা আলমকে বিয়ের জন্য বার বার চাপ দিতে থাকেন। কিন্তু বাদশা আলম এ বিয়েতে রাজী না হওয়ায় নিরুপায় হয়ে গৃহবধু গত ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামী বাদশা আলম আত্বগোপন করেন। বাঘা থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে আসামী বাদশা আলমকে গ্রেফতার করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষন মামলার আসামী বাদশা আলমকে গ্রেফতার করার হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।