
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২০, ৫:৪৯ পি.এম
বাঘায় কুকুরের কামড়ে দুই শিশুসহ জখম ৯ জন

হাবিল উদ্দিন,বাঘা,
রাজশাহীঃরাজশাহীর বাঘা উপজেলার প্রাণকেন্দ্রে (১৮জুলাই)বিকেলে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ের ৯জন জখম হয়েছে।
বাঘা পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন মসজিদের উত্তরে বাড়ী মিজানুর রহমান মিলনের ছোট ছেলে সাদিক (৫) মুকুল সরকারের বাড়ীর আঙ্গগীনায় খেলা করছিল। প্রথমে পাগলা কুকুরটি ছোট শিশু সাদিকের ডান হাতের কব্জিতে কামড় দেয়। ঘটনার স্থানে ইয়ার উদ্দিন (৬৫) শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুকুর কামড় দিয়ে জখম করে দৌঁড়ে চলে যায়। বঙ্গবন্ধু চত্তরের পশ্চিমে বাঘা ক্যাডেট পাবলিক স্কুলের পার্শ্বে বাড়ী শাজাহানের স্ত্রী সারমিন(৩০) এবং তার শিশু কন্যা তুলি (৪) একই কুকুরের কামড়ে জখম হয়। আরো পথচারী পরিচয় জানা যায়নি ৫-৬ জনকে ক্ষেপা কুকুরটি কামড়িয়ে জখম করেছে বলে জানা যায়। সন্ধ্যার পরে ৮-১০ জন স্থানীয় লোকজন মিলে কুকুরটিকে লাঠি দিয়ে মেরে ফেলতে সক্ষম হয়েছে বলেও খবর পাওয়া যায়।
বাঘা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ আক্তারুজ্জামান বলেন,একটিই কুকুরের কামড়ে ৪জন চিকিৎসা নিয়েছেন জরুরী বিভাগে।বাকী আরও কয়েক জনকে কামড়িয়েছে বলে শুনেছি কিন্তু চিকিৎসার জন্য মেডিক্যালে আসেনি।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.