রাজশাহীর বাঘা উপজেলায় এই প্রথম এন আই ডি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সময় ১নং বাজুবাঘা ইউনিয়নে ষ্মাট কার্ড বিতরণ করা হয়।
২০১৯ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এই কার্ড প্রদান করা হয়। উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬২৭ জনের মাঝে এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মুজিবুল আলম বাঘা উপজেলা নির্বাচন অফিসার, এ্যাড.ফিরোজ আহাম্মেদ রন্জু চেয়ারম্যান বাজুবাঘা ইউনিয়ন পরিষদ, আব্দুল সামাদ (শিক্ষক), শাহাদৎ হোসেন সহকারী ডাটা এন্ট্রি অফিসার বাঘা নির্বাচন অফিস,মোসাকুল হক ডাটা এন্টি অপারেটর বাঘা নির্বাচন অফিস। আরও উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন ও আলাউদ্দিন সহ অন্যান্য ইউপি সদস্য বৃন্দ।
এ বিষয়ে নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, ২০০৭ সালে আমরা ভোটার তালিকা করি এবং ২০০৮ সালে লেমিনেটিং কার্ড প্রদান শুরু করি। ২০১৯ সালের হালনাগাদ ভোটার তালিকায় যাদের জন্ম সনদ ছিল ০১-০১-২০০১ তাদের হাতে আজকে বাজু বাঘা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হলো। ধারাবাহিক ভাবে উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় স্মার্ট কার্ড প্রদান করা হবে।