
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২০, ৩:৪৭ পি.এম
বাঘায় আল্লাহ ও রাসুল (সাঃ) এর নাম ফলক ভেঙ্গে ফেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর হাজাম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ ও রাসুল (সাঃ) এর নাম ফলক ভেঙ্গে ফেলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।শুক্রবার (২৭ নভেম্বর) আলাইপুর হাজামপাড়া মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন হাফেজ মেহেদী হাসান মিনার। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ, আব্দুর সাত্তার। আরও বক্তব্য রাখেন, কিশোরপুুুর মারকাযুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা শিক্ষক গন এবং হরিরামপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আসলাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য প্রত্যক্ষ দর্শীরা জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর)বাদ আসর উপজেলার আলাইপুর হাজাম পাড়া গ্রামের নইমুদ্দিন মোল্লার ছেলে স্বপন মোল্লা মসজিদে ঢুকে আল্লাহ ও রাসুল (সাঃ) এর নাম ফলক হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলে। এতে উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.