
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ৪:৩৫ পি.এম
বাঘায় আধুনিক পদ্ধতিতে তরমুজ ও শশা চাষে সফল কৃষক মোশাররফ

রাজশাহীর বাঘায় আধুনিক কৃষি পদ্ধতি মালচিং পেপার ব্যবহার করে তরমুজ চাষে সফল বাঘার কৃষক মোশাররফ। উপজেলার বাউশা ইউনিয়নে একটি ব্লকে তিন আধুনিক প্রযুক্তি মাধ্যমে তরমুজ ও শশার এ আবাদ করেন।
জানা গেছে, বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী বাঘা উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তরুণ শিক্ষিত কৃষক মোশাররফ হোসেন প্রায় ১ বিঘা জমিতে মালচিং পেপার পদ্ধতি ব্যবহার করে পরিক্ষামূলক তরমুজ ও শশার আবাদ শুরু করেন।
মালচিং পদ্ধতিতে এবারই প্রথম তরমুজও শশা আবাদ করেন বলে এই প্রতিবেদককে জানান কৃষক মোশাররফ হোসেন। এ পদ্ধতিতে তরমুজ ও শশা চাষে সার,ঔষধ,সেচ কম লাগে,রোগবালাইও আগাছা কম হয় ফলে উৎপাদন খরচ কম হয়,তিনি আরও বলেন, বাঘা উপজেলা কৃষি অফিস থেকে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প থেকে তিনি ২দিনের প্রশিক্ষণ গ্রহন করেন। ওই প্রশিক্ষণে তিনি এই প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেন। পরে আগ্রহ প্রকাশ করলে বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান শিক্ষিত কৃষক মোশাররফ হোসেনকে মালচিং পদ্ধতিতে তরমুজ ও শশা করার জন্য প্রদর্শনী দেন এবং সেই চাষ পদ্ধতিতে ইতিমধ্যে তিনি সফলতাও পেয়ছেন বলে জানান তিনি।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.