
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ১:৩৫ পি.এম
বাঘায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর

রাজশাহীর বাঘায় উপজেলার ৩নং পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ এলাকায় আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টায় দিকে শামিম, সানারুল, সুজন ও স্বাধীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিবারগুলোকে চালসহ খাদ্য সামগ্রী প্রদান করেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়,আগুন লাগার পর প্রথম আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে অগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালিয়ানদহ গ্রামের আনছার আলীর ছেলে শামিম হোসেন, সলেমান হোসেনের ছেলে সানারুল ইসলাম, কামালের ছেলে সুজন আলী, সানারুলের ছেলে স্বাধীন আলীর বসতঘর ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ চারটি পরিবার এখন খোলা আকাশের নিচে রয়েছে।
খবর পেয়ে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও পাকুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু ঘটনার স্থল পরিদর্শন করেন। বিষয়টি জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে জানো হলে জেলা বিএনপির পক্ষ থেকে এই চার পরিবার আর্থিক সহযোগীতা করা হয়।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আকতার জানান, শুক্রবার বেলা ১১টায় পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেছি। এই চার পরিবারে মাঝে চালসহ শুকনা খাদ্য সামগ্রী প্রদান করি এবং ওই সব পরিবারকে নগদ টাকাসহ টিন প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অন্যান্য বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.