
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৬:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৪, ৪:৪২ পি.এম
বাঘায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর বাঘায় নাঈম হোসেন(২৩)নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। তবে ঘটনা ঘটে আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে।
জানা যায়,বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিপাড়া এলাকার নান্নু আলীর বড় ছেলে নাঈম হোসেন।সে টাঙ্গাইলে অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতো। গত তিন মাস আগে বাঘা উপজেলার,বাউসা ইউনিয়ন এর অমরপুর গ্রামের,কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে তার বিয়েও হয়েছে। ঘটনার দিন তার স্ত্রী বাবার বাড়ি ছিলেন। বৃহস্পতিবার দ্বিবাগত রাতে ঔষধ খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন নাঈম। সকালে তার মা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পরে প্রতিবেশীর সহযোগিতায় পাশের ঘরের পেছনের খোলা জানালা দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে ঝুলন্ত লাশ। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
পরিবার সুত্রে জানা যায়, নাঈমের বাবা দিনমজুরি কাজে এলাকার বাইরে থাকায় পুরো বাড়িতে শুধু নাঈম ও তার মা ছিলেন। কিছু দিন যাবৎ নাঈম হাসানের প্রসাবের ইনফেকশন জনিত কারণে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।প্রসাবের সময় প্রচন্ড জ্বালা করতো।গুরুত্বর এই রোগের কারনে নাঈম আত্মহত্যা করতে পারে বলে ধারণা তার পরিবারের।
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম জুয়েল জানান, মৃত নাঈম হোসেনে(২৩) শারীরিক অনেক অসুস্থর কথা আমরা জানতে পারি। গত দুমাস আগে তার বউ চলে গেছে। বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ছিলো। বাঘা থানায় একটি ইউডি মামলা হচ্ছে। কারও কোন অভিযোগ না থাকায় লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.