যশোর সদরের বসুন্দিয়ার নর্থ-সাউথ স্পিনিং মিলস’এ গতকাল ২৯ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় অগ্নিকান্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি। কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল সাড়ে ১০টায় কারখানা বিল্ডিংয়ের মাঝামাঝি ফিনিশিং বিভাগের সিমপ্লেক্সে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের বক্তব্যমতে রিং সেকশনের অটোকোন মেশিনের উপরের সিলিং এর উপর বহুদিন ধরে জমে থাকা তুলার কণায় বৈদ্যুতিক ক্যাবল থেকে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানান। অগ্নিকান্ডের ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের শুরুতেই শ্রমিক-কর্মকর্তারা নিরাপদে আশ্রয় নেন। তার এক ঘন্টা পর সকাল সাড়ে ১১টার সময় যশোর ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গত ২০২১ সালের ১১এপ্রিল করোনাকালে
সকাল সাড়ে ১০টায় এই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।
সরেজমিনে আরও জানা যায়, এই কারখানায় আগুন নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব রয়েছে।