যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার সময় ১৫ পিচ ইয়াবা সহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে চলন্ত মোটরসাইকেল থামিয়ে দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলো কিফায়েত নগর গ্রামের শামসুদ্দিন মোল্লা ওরফে শমসের মোল্লার ছেলে সাব্বির আহমেদ অনিক (২৩) ও জঙ্গলবাধাল গ্রামের খালঘাট পাড়ার মৃত শুনু ব্যাপরীর ছেলে একাধিক মামলার আসামি লিটন বেপারী(২২)। বসুন্দিয়া ক্যাম্পের এ এস আই মোঃ সাইফুল ইসলাম বলেন ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেনের নেতৃত্বে বাঘারপাড়া থেকে মোটরসাইকেল যোগে জঙ্গলবাধাল গ্রামে প্রবেশের সাথে সাথেই আসামিদের মোটরসাইকেল চলন্ত অবস্থায় সামনে এবং পেছন থেকে দুটি মোটর সাইকেলযোগে গতিরোধ করে পকেটে থাকা ১৫পিস ইয়াবাসহ দুজনকে জঙ্গলবাধাল স্কুল সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে গ্রেফতার করা হয় । এসময় তাদের ব্যবহৃত অন-টেস্ট এর একটি কালো রঙের অ্যাপাচি 4v মোটরসাইকেল জব্দ করে পুলিশ। যার ইঞ্জিন নম্বর- CE7AM2XR5859 এবং চ্যাসিস নম্বর- PS637AE73M647170
গ্রেফতার অভিযানে থাকা এএসআই পিয়ারুল ইসলাম জানান এরা দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সরবরাহ করে আসছে। আমরা মাদকের শিকড় সহ উপড়ে ফেলতে সজাগ দৃষ্টি রাখছি। বসুন্দিয়ায় মাদক কারবারীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রাখা হবে।
ক্যাম্প ইনচার্জ এস আই জাকির হোসেন বলেন, ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে ৩৬-১ এর ১০ক/৪১ ধারায় আজ রাতেই মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।
এই বিভাগের আরও খবর....