বর্জ্যমুক্ত উপকূলের দাবিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে মানববন্ধন করেছে “মেরিন জার্নালিষ্ট নেটওয়ার্ক” নামের একটি সংগঠন। মঙ্গলবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে ঢাকা থেকে আসা মেরিন জার্নালিস্টস নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে স্থানীয় সংবাদকর্মী, ট্যুরিষ্ট পুলিশসহ আগত পর্যটকরা অংশগ্রহন করেন।
এ সময় বক্তব্য রাখোন, মেরিন জার্নালিস্টস নেটওয়ার্ক’র সভাপতি মাহমুদ সোহেল, সেভ আওয়ার সি’র মহাসচিব মোহাম্মদ আনোয়ারুল হক, সিনিয়র সাংবাদিক শাহাদাৎ শপন, ইমাম হাসান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সাংবাদিক মো.আনোয়ার হোসেন আনু, মো.মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, চাই বর্জ্যমুক্ত উপক‚ল। প্লাস্টিক বর্জ্য সমুদ্র প্রতিবেশ ব্যবস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই দেশের সকল সুমদ্র সৈকত ও আবহমান নদীগুলো বর্জ্যমুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সবার অংশগ্রহণে সৈকতের প্লাস্টিক বর্জ্যসহ সাগর থেকে ভেসে আসা ময়লা আবর্জন পরিস্কার পরিচ্ছন্ন করেন।