August 30, 2025, 6:41 am
Logo
শিরোনামঃ
বাঘায় এশিয়ান টেলিভিশনের ব্যানারে শতাধিক  পানিবন্দী পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবাবগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু নবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নবাবগঞ্জে মসজিদ নির্মাণকাজের উদ্বোধন করলেন আনোয়ারুল ইসলাম নবাবগঞ্জে সাংবাদিক রোকনের পিতার ইন্তেকাল র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বিতর্কিত করতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভার স্ব-আসনে বনগাঁও ইউনিয়ন পুনঃবহাল রাখতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী সাভারের আমিন বাজারে বারবার গ্যাস সংকট, অনতিলম্বে গ্যাস সংযোগ প্রদানের জন্য এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি 60
নিউজ আপঃ Thursday, August 21, 2025

হাবিল উদ্দিন,বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।

বৃহস্পতিবার ( ২১ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৮’শত বন্যাকবলিতদের মাঝে ত্রান হিসেবে চাল, ডাল, আলু, লবন, খবার স্যালাইন বিতরণ করেন। এই বিতরণ অনুষ্ঠান বিকাল ৪ টা পযন্ত চলে।

এসময় নেতা কর্মীদের নিয়ে শুধুই খাদ্য সামগ্রী বিতরণ না, সেই সাথে বন্যাদুর্গত এলাকার মানুষের খোঁজ খবরোও নেন আনোয়ার হোসেন উজ্জ্বল।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মানবিক দিকনির্দেশনায় আজ আমরা বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশনায়ক তারেক রহমান সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন—যেখানে দুর্যোগ, সেখানে যেন বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়ায়।

আমরা সেই আহবানে সাড়া দিয়ে আজ দুর্গতদের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এ সহায়তা সাময়িক হলেও, আমাদের দলের পক্ষ থেকে মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে পাশে থাকাই একজন রাজনীতিকের আসল পরিচয়। দেশের প্রতিটি বিপর্যয়ে বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

বৃহস্পতিবার (২১-০৮-২০২৫) দুপুরে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া, আতাড়পাড়া , কালিদাসখালী চর, দিয়াড়কাদিরপুর,লক্ষীনগর ও গড়গড়ি ইউনিয়নের- কড়ারি নওশারা, আশরাফপুর ও খানপুর নীচ পাড়া এলাকার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ত্রাণসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বন্যার্তরা। তারা জানান, কিছুদিন ধরে বন্যার কারণে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, কাজ নেই, খাবারের সংকট চরমে। ঠিক এমন সময় তাদের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বাঘা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জীবন, চারঘাট পৌর বিএসপি’র সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, বাঘা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বাঘা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল আল মামুন, বাঘা থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আশরাফুদৌলা,বাউসা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, এনামুল হক, লিটন আহমেদ, আরিফ আহমেদ, হিটলার মন্ডল, শাহিনুর রহমান বিপ্লব, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সায়েম রাজিব, রাজশাহী জেলা ছাত্রদল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল, জেলা ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুজিবুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায় চপল মন্ডলসহ জেলা, উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share