মো. ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,১২ডিসেম্বর।।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অ¤øান’- এ শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারী কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সঞ্চালনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার ধৃষ্টতা দেখানো মৌলবাদী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মন্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল আলম, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র এএসপি সোহরাব হোসেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকান মোস্তাফিজুর রহমান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।
সভার বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় জড়িত ও মদতদাতাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারা দেশের ভাস্বর্য রক্ষার দাবি জানানো হয়। সভায় উপজেলায় কর্মরত সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।