গত ৯ জানুয়ারি সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার (এস এল এ) চেয়ারম্যান জে এইচ রানা পটুয়াখালি জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন, কমিটি গঠন ও আলোচনা সভায় যোগ দেওয়ার লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।
তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সাভার উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ও তেজগাঁও থানা কমিটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন।
দুই দিনব্যাপি তাঁর এই সফরকে ঘিরে কুয়াকাটা, কলাপাড়া, পায়রাবন্দরে অবস্থানরত সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা লক্ষ করা গেছে।
সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানা কলাপাড়ায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন। রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেচ্ছাসেবী সংগঠন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রধান কার্যলয়ে বিভিন্ন সংগঠন ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবদিকবৃন্দ সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, বিশিষ্ঠ ব্যবসায়ী কাজল তালুকদার, প্রকাশনা সাহিত্য সম্পাদক রেহান উদ্দিন রেহানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানার এই সফরে পটুয়াখালি জেলা পেয়েছে নতুন দুটি আহ্বায়ক কমিটি।