
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২০, ৩:৩৯ পি.এম
ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক করে আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা

সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলার আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাভার ভেঙে আশুলিয়া থানা গঠনের ১৫ বছর পর এই প্রথম ৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করলো জেলা আওয়ামী লীগ। এ কমিটিতে যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সফল চেয়ারম্যান মো: সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিন মাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে সাইফুলকে আহ্বায়ক করে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন চলছিল। কিন্তু হঠাৎ ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক করে থানা কমিটি ঘোষণা করা হলো। ফারুক হাসান তুহিন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাজী আবদুল গণির ছেলে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ বলেন, আশুলিয়া আওয়ামী লীগ এ থানার পাঁচটি ইউনিয়ন এবং সাভার আওয়ামী লীগ এ থানার সাতটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম চালাবে। তিনি আরও বলেন, দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আশুলিয়া থানা কমিটি করা হয়েছে। এ কমিটি গঠনে তাদের কোনো হাত ছিল না। ২০০৫ সালে সাভার থানা ভেঙে আশুলিয়া থানা করা হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.