বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
Logo
শিরোনামঃ
সাভারে জমজমাট ক্রিকেট ফাইনাল, চ্যাম্পিয়ন রাসেল একাদশ নারী সংস্কার কমিশন বিলুপ্তির দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সাভারে শ্রমিকদের দুর্বল করা কাউকেই যেন রাষ্টীয় পদ বা জনপ্রতিনিধির জায়গা দেওয়া না হয়, আখতার শাহিনুর কবির, ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ফেনীতে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফলোআপ গণঅভ্যুত্থানে আহতদের সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ সাভার ডিজিটাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রার্থীদের প্রচারণায় মুখোরিত রাজবাড়ী পৌর নির্বাচন

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি / ৩২৩
নিউজ আপঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৮ টি ভোটকেন্দ্রে বুথ প্রস্তুত করার কার্যক্রম চলছে। 

রাজবাড়ী সদর পৌর নির্বাচনে বিগত কয়েকদিন ধরে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। লক্ষ্য যেকোনো উপায়ে ভোটারদের ভোট নিজেদের বাক্সে আনা। চতুর্থ ধাপের নির্বাচনের সময়সূচি অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী প্রায় ১১.৬৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভা মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত। ৪ জন মেয়র পদে, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য (নারী) পদে ১২ জন নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন।
এছাড়া মেয়র পদে থাকা ৪জন প্রার্থী হলো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)। এখানে মোট ভোটার ৪৫ হাজার ২০ জন। নির্বাচনে ভোট গ্রহণের জন্য ১৮ টি ভোটকেন্দ্রে বুথ প্রস্তুত করার কার্যক্রম চলছে।
আওয়ামী লীগের প্রার্থী মহম্মদ আলী চৌধুরী জানান, ভোটাররা প্রার্থী নয়, প্রতীকের ভালোবাসায় ভোট প্রদান করেন। তিনি ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরছেন।
যোগ্য প্রার্থীর হাতে নৌকা প্রতীক তুলে দেয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা। দলীয় বিভেদ ভুলে তারা দলীয় প্রার্থীর পক্ষে এখন একজোট হয়ে প্রচারণায় নেমেছেন।
মেয়র প্রার্থী ছাড়াও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও তাদের কর্মী-সমর্থক নিয়ে নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্ট চালাচ্ছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার বলেন, এ পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার লক্ষ্যে নানাভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রার্থীরা নির্বাচনে আচরণবিধি মেনে যাতে প্রচারণা চালান সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share