
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ১২:০৫ পি.এম
প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পূর্ব মূলঘর গ্রামে প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার বৃষ্টিকে হত্যাচেষ্টার সাথে জড়িত থাকার সকল আসামীদের গ্রেফতাদের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
আজ বুধবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মূলঘর ইউনিয়নবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মূলঘর ইউনিয়নের কয়েক’শ জনগন সহ তার স্বজনেরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, গত ২ মার্চ ভোর রাতে বিউটি আক্তার বৃষ্টিতে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার ও বিচার দাবি তার স্বজনেরা।
উল্লেখ্য, গত বুধবার (২ মার্চ) ভোররাতে সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পূর্ব মুলঘর গ্রামে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী বিউটি আক্তার বৃষ্টি (২৩) কে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে।গুরুতর অবস্থা হলে তখন বৃষ্টিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.