
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২০, ৪:৩৬ পি.এম
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর পরিদর্শন
ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১১ জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। শনিবার সকালে তিনি রাবনাবাদ চ্যানেল ও দুটি মেগা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। এরপর পায়রা বন্দরের কর্মকর্তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের সামনে একটি বকুল গাছের চারা রোপন করেন।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস পটুয়াখালীর কলাপাড়ায় আসেন। তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি ডাকবাংলোতে রাত্রি যাপন করেন। শনিবার সকালে তিনি সেখান থেকে নদীপথে তেতুলিয়া নামের একটি জাহাজে করে পায়রা বন্দরে আসেন। পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.