January 16, 2026, 11:49 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

এ বি এম কাইয়ুম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও জেলা৷ 248
নিউজ আপঃ Sunday, August 22, 2021
রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখল করে নিজের পছন্দের লোকজনকে দেওয়ার অভিযোগে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
২২ আগষ্ট (রবিবার) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের  নির্দেশে চিলারং ইউনিয়নের আলাদিহাট ধনিবস্তি গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুবি আক্তার (৩২) চিলারং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য এবং ওই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।
৭ নং চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী জানান, আমার ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর রয়েছে ২১৭টি যার মধ্যে আলাদি হাট ধনিবস্তি গুচ্ছগ্রাম এলাকায় রয়েছে ৫৬টি। এর মধ্যেই
আলাদি হাটের ধনিবস্তি গুচ্ছগ্রামের ঘরের তালিকায় আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমের নাম আসে সেই অনুযায়ী সাব-রেজিস্ট্রার অফিসে ঘরগুলো তাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া হয়।
কিন্তু গত ২১ আগষ্ট (শনিবার) দুপুরে ওই ঘর থেকে আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগমকে মারপিট করে বের করে দেন আমার ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রুবি আক্তার এবং ওই ঘরে তার পরিচিত মানুষদের ঢুকিয়ে দেন রুবি।
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করা হয় এবং তিনি সঠিক তদন্ত করবে বলে আশ্বস্ত করেন।
অপরদিকে গত শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দেন আঞ্জু আক্তার, লাইলি বেগম ও জুলেখা বেগম এসময় তারা উভয়ে বলেন, রুবি আক্তার লোকজন নিয়ে এসে আমাদের কে মারপিট করে এবং সে আমাদের ঘর থেকে বের করে দিয়ে নিজের পছন্দের মানুষকে সেই ঘরগুলোতে থাকতে দেয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া তিনজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর ঘরে তালা দেওয়া, ঘর থেকে তাদের বের করে দেওয়া এবং ওই ঘরে পরিচিত মানুষদের ঢুকিয়ে দেওয়ার অভিযোগে রবিবার দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে আলাদিহাটের গুচ্ছগ্রাম থেকে নারী ইউপি সদস্য রুবি আক্তারকে আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, এই ঘটনায় নারী ইউপি সদস্য রুবি আক্তার কে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share