
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২২, ১০:৫২ পি.এম
প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণের আজ ২৮তম দিন

সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের সামনে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ৩০শে এপ্রিল ২০২২ শনিবার বিকেলে প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রতিবেশীসহ তিন বেলা আহার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মঞ্জরুল আলম রাজীবের নির্দেশনায় ৩ শতাধিক পরিবারের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবেশীসহ তিনবেলা আহার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিদ্যুৎ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী নুরুল আমিন রানা, বর্তমান কমিটির সহ-সভাপতি মনির হোসেনসহ সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.