ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া ও ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নাজিম উদ্দিন মঞ্জু।সোমবার দুপুরে ধামরাই পৌরসভার বাগনগর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন বিএনপির মেয়র প্রার্থী।
বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু বলেন, সরকারী দলের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কেন্দ্রগুলো দখলে নিয়েছে। প্রশাসন সরাসরি আওয়ামীলীগের প্রার্থী গোলাম কবিরের পক্ষে কাজ করছে। বিএনপি’র এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়েছে সরকারী দলের লোজকন। বার বার ওসিকে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত দিয়া আসছি। এই মর্মে, আমি পুনঃনির্বাচন চাই।
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা সকালে ভোট প্রদানের পর সাংবাদিকদের বলেন, অন্যান্য বারের চেয়ে এবার পৌর নির্বাচনকে মানুষ বেশি সারা দিয়েছে। শীতের মধ্যেও সকাল ৭টায় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসে ভোটররা। গত ৫ বছরের তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আশা করি পৌরবাসী ভুল না করে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নকে অব্যহত রাখবে।
এবিষয়ে ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, বিএনপি প্রার্থীর ভোট বর্জনের তিনি আবগত নন।
এদিকে, ধামরাই পৌরসভার নির্বচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়নি বিএনপি প্রার্থীর কোন পোলিং এন্ডেন্টদের। কেন্দ্র থেকে মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ভোট কেন্দ্রের বদ্ধ কক্ষে বসে জাল ভোট দেওয়ার অভিযোগ আসে বিভিন্ন কেন্দ্র থেকে।