
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২২, ৯:৫০ এ.এম
পারিবারিক কলোহের জেরে যুবককে আহত

রাজবাড়ীর পাংশায় সৎভাইয়ের নেতৃত্বে সুমন (২০) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। সুমন পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ভাগ বিষ্ণপুর গ্রামের মৃত কাদের খাঁনের ছেলে।
শনিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সুমনের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান সুমনের সৎভাই শাকিল (৩০), শামীম (২৫) ও তার চাচা গনিউল্লাহ খাঁন, সিফাত, মুকাই সহ আরো বেশ কয়েকজন স্থানীয় ক্যাডার বাহিনীর সদস্য নিয়ে সুমন বাড়িতে অবস্থানকালীন সময়ে তার উপর হামলা চালায়। হামলায় হাতুড়ি ও চাপাতি দিয়ে সুমনের মাথা এবং শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করা হয় বলেও জানা যায়। পারিবারিক কলোহের জেরে সুমনের উপর এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়।
পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় সুমনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক সুমনের শরীরের বিভিন্ন স্থানে থাকা আঘাতের ব্যাপারে নিশ্চিত করেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলেও জানান তিনি।
এব্যাপারে কলিমহর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সুমনের নিকটতম আত্নীয়দের কাছ থেকে জানা যায় এব্যাপারে পাংশা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.