
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২১, ২:২৫ পি.এম
পাঠকদের প্রতি নিউজ অল-টাইম সম্পাদকের নব-বর্ষের শুবেচ্ছা

গত হলো ২০২০। আমরা পা রেখেছি ২০২১ এ। গত বছর নানাধরণের অভিজ্ঞতা দিয়েছে আমাদের। বুঝতে শিখিয়েছে নানান প্রতিকুল পরিস্থিতি। মহামারী আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে জলবায়ু পরিবর্তনে কী ক্ষতি হয়েছে এই পৃথিবী।
আমরা আশাকরছি অতিত থেকে আমরা সকলই শিক্ষা নিয়ে আগামীদিনের কর্মপন্থা ও পদ্ধতি ঠিক করতে পারবো। স্বাস্থ্য সচেতন হতে পারবো। পরিবেশের প্রতি হবো আরো যত্নশীল।
২০২০ আমাদের বুঝিয়ে দিয়েছে গরীব-ধনীর ব্যবধান। প্রাকৃতিক দুর্যোগ সবার উপর আক্রমণ করেছে নির্মম ও নির্দয়ভাবে।
চলুন না, আমাদের অতিত থেকে শিক্ষা নিয়ে, ভুলগুলো উপলব্ধি করে নতুন পরিবেশে সচেতনতার সাথে আগামীর দিনগুলো অতিবাহিত করি!।
আমাদের পাঠকদের প্রতি রইলো শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাদের সঙ্গে ছিলেন, সত্যান্বেষী পাঠক হয়ে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.