
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২২, ৩:৫৬ পি.এম
পাংশা পৌর সভার ড্রেনেজ ব্যবস্থা সংস্করণে অনিয়ম
রাজবাড়ীর পাংশা পৌর সভায় সংস্করণ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার। প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যায়ের এ করছে জাকারুল্লা এন্টারপ্রাইজ। তবে কাজ করছে ফরিদ উদ্দিন। জানাযায়, জাকারুল্লা এন্টারপ্রাইজ এর কাছ থেকে এ কাজ কিনে নিয়েছে ফরিদ উদ্দিন।
তবে স্থানীয়দের দাবী সঠিক ভাবে হচ্ছে না কাজ। ড্রেনের কাজে ব্যবহিত হচ্ছে পুরাতন রড, দেওয়া হচ্ছে না সঠিক পরিমাণে পাথর সিমেন্ট। ঢালাই দেওয়া হচ্ছে জলের মধ্যে আবার কোথাও পরিত্যক্ত পলিথিন ব্যবহার হচ্ছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, মুলত যে যাইগা দিয়ে ড্রেন হওয়ার কথা সেই যাইগাতে ড্রেন না করে রাস্তার যাইগা খনন করে ড্রেন হচ্ছে। মুল ড্রেনের যাইগাতে গড়ে উঠেছে বাড়ি ও বাড়ির প্রাচির।
ঠিকাদার প্রতিষ্ঠান ড্রেন খননে ব্যবহার করছে বড় ভেকু। এতে করে ঝুকিপূর্ণ হয়ে পড়ছে পাশের বাড়ি ঘর। আবার ড্রেনের কাঁদা মাটি রাখা হচ্ছে রাস্তার উপর। নেই অপসারনের ব্যবস্থা, ঠিকাদার প্রতিষ্ঠানের। বন্ধ হয়ে গেছে যাতায়াতের রাস্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বজন প্রতি করে ঠিকাদার ফরিদ উদ্দিন এ কাজ করছে। তবে পৌর সভার কোন স্টাফ নেই ওই স্থানে। স্থানীয়রা কথা বলার সাহস পাচ্ছে না ঠিকাদার ফরিদ এর ভয়ে।
পাংশা পৌর সভার মেয়র ওয়াজেদ আলী মন্ডলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি ব্যবস্থা গ্রহণ করছি। তবে তা লক্ষ করা যায় নি।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.