
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২২, ১:২৫ পি.এম
পাংশা উপজেলা বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

"শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ মে) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের হলরুমে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সমাজসেবক কর্মকর্তা রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস সহ অন্যান্য দপ্তরের অফিসারবৃন্দ।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না- তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.