
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৫, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ১২:০০ পি.এম
পাংশায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীর পাংশায় সড়ক দূর্ঘটনায় আবুল হোসেন (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক পাংশা পল্লীবিদ্যুৎ উপ-কেন্দ্র সংলগ্ন মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ৩টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের বাসিন্দা।
ঘটনা স্থলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নিহত আবুল হোসেন পাংশার নিশ্চিন্তপুর নামক এলাকা থেকে ওয়াজ মাহফিল শুনে নিজ বাড়িতে ফিরছিলেন। পাংশা পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের কাছাকাছি এসে পৌছালে কুষ্টিয়া গামী একটি কাভার ভ্যানের চাপায় তিনি ঘটনা স্থলেই নিহত হন।
এব্যাপারে পাংশা হাইওয়ে থানায় কর্মরত এস আই শিপন মিয়া বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.