
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২২, ৪:৩৫ পি.এম
পাংশায় স্ত্রীর গলা কেটে হত্যা করলেন স্বামী

রাজবাড়ী পাংশা উপজেলাধীন মাছপাড়া ইউনিয়নের কালীনগর এলাকায় গৃহবধূ লিপি (২৯) কে গলা কেটে হত্যা করেছে স্বামী মো. রুবেল সরদার। খুনি রুবেল একই গ্রামের ওকুল সরদারের ছেলে। অন্যদিকে খুন হওয়া গৃহবধূ লিপির বাবার বাড়ী একই উপজেলার সাজুরিয়া গ্রামে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পর রুবেল সরদার নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছে বলে জানা গেছে।এ ঘটনায় স্থানীয়রা রুবেল সরদারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
স্থানীয়রা বলেন, সকালে রুবেল তার স্ত্রীকে সাজিয়ে নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। ঘোরা শেষ করে নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছে।সে মাদকাসক্ত ছিলো তাদের দাবী। এছাড়াও সে মাঝে মাঝে এলাকায় পাগলামি করে বেড়ায়।
মাছপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেব পরিচিত ছিলো রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। রুবেলের তিনটি সন্তান রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে খুনি মোঃ রুবেল সরদার কে আটক করা হয়। তবে তিনি মন্তব্য করেন পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রথমে সে মাছের ব্যবসা করতো। তাকে মাদকাসক্ত বলা কঠিন। তবে রুবেলের বিরুদ্ধে গাজা সেবনের অভিযোগ রয়েছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.