
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২২, ১২:৫৫ পি.এম
পাংশায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীধীন কালিকাপুর রেলওয়ে ব্রিজের উপর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেওয়ার পরে কয়েকজন বন্ধুর সঙ্গেে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায়। পরে বন্ধুদের সাথে টিকটকে মেতে ওঠে কিন্তু হঠাৎ রাজবাড়ী গামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সঙ্গে থাকা তার বন্ধুরা পালিয়ে চলে যায়।
এ বিষয়ে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখনই ফোর্স পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.