‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ীর পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখার) আয়োজনে পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
মহড়ায় বিভিন্ন পর্যায়ের দূর্ঘটনা এবং উদ্ধার সহায়তা কিভাবে করা যায় তা তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা খাতুন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা জাকির হাসান, পিআইও কর্মকর্তা হেকমত আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েল আহমেদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ প্রমূখ।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তারা র্যালিতে অংশগ্রহন করেন।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক মনমুগ্ধকর এক মহড়া প্রদর্শন করেন পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
এই বিভাগের আরও খবর....