January 23, 2026, 8:18 am
Logo
শিরোনামঃ
সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

জঙ্গি ইস্যুতে পম্পেওর বক্তব্য ভিত্তিহীন বলছে বাংলাদেশের পররাষ্ট মন্ত্রনালয়

অলটাইম নিউজ ডেক্স 397
নিউজ আপঃ Friday, January 15, 2021
বাংলাদেশে জঙ্গীগোষ্ঠির তৎপরতা; পম্পেওর বক্তব্য ভিত্তিহীন বলছে পররাষ্ট মন্ত্রনালয়

বাংলাদেশে আল কায়েদার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছেন, ‘‘ বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের ভুল আশঙ্কাও প্রকাশ করেছেন ৷’’

তার ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার বক্তব্যকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে৷

পম্পেওর বক্তব্য ভিত্তিহীন উল্লেখ করে বাংলাদেশ তা প্রত্যাখান করেছে।

যেকোনো ধরনের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো ট্রলারেন্স নীতি’ মেনে চলে বলেও উল্লেখ করা হয়েছে৷ প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক আল কায়েদার কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে উল্লেখ করা ভিত্তিহীন ও প্রমাণহীন৷’’

তবে দাবি প্রমাণিত হলে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে৷

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘‘এ ধরনের দাবি যদি প্রমাণিত হয়, তা মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার৷ যদি জল্পনার উপর ভিত্তি করে এ ধরনের বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশ এটাকে দুর্ভাগ্যজনক হিসাবে বিবেচনা করছে। বিশেষ করে এমন সময়ে যখন দু’টি বন্ধু দেশ পারস্পরিক মূল্যবোধ, শান্তি ও একীভূত লক্ষ্যের উপর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিচ্ছে৷’’


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share