
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৯:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:০৬ পি.এম
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাঘায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল। এছাড়া বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ এবং বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী।
আলোচকরা তাঁদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও কর্মমুখী দিকগুলো তুলে ধরে সমাজে শান্তি, সাম্য ও মানবকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.