
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৩, ৩:২০ পি.এম
পদ্মার এক পাঙাশ ৩২ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় জেলের কাছ থেকে এক মাছ ব্যবসায়ি কিনে নিয়েছে।
মঙ্গলবার(২৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীর অদূরে জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পরে।
স্থানীয় সূত্রে জানা গেছে,জেলে বাসুদেব হালদার ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে সকাল সাড়ে ৯ টার দিকে তার জালে বড় একটা পাঙাশ মাছ ধরা পড়ে।পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ি চান্দু মোল্লা ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ি চান্দু মোল্লা বলেন, পদ্মার পাঙাশের ভালো চাহিদা।তাই সকালে আড়তে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি উঠলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি জেলের কাছ থেকে কিনে নেই।মাছটি একদমই টাটকা ও তাজা। এখন মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে কেজি প্রতি ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দিবো।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.