নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার নামে পঞ্চগড় সদর উপজেলা ও দেবীগঞ্জ উপজেলায় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিরতণ করেছে সেনাবাহিনী।
আজ শনিবার (২৩ মে) দুপুরে পঞ্চগড় সদরের একটি এতিমখানায় এতিম, :ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুদুঃস্থ ও শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় এতিম ও দু:স্থ শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ানের লেফটেনেন্ট ইনজামামুল আমীন প্রীমন। ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে পোলাও চাল,সেমাই,গুড় দুধ,সয়াবিন তেল ,মুরগীর গোশত, ডিম রয়েছে। এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এর আগে পঞ্চগড় সদরের ৩টি এতিমখানায় ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর ব্যাটালিয়ানের মেজর তৌহিদুল বারী ও দেবীগঞ্জ উপজেলার ৬টি এতিম খানায় লেফটেনেন্ট ইনজামামুল আমীন প্রীমন প্রায় দুই শতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ঈদ উপহার সামগ্রীর প্যাকেটে পোলাও চাল,সেমাই,গুড় দুধ,সয়াবিন তেল ,মুরগীর গোশত, ডিম রয়েছে। পাশাপাশি পঞ্চগড় জেলার মুক্তিযোদ্ধাদের দুস্থ বিধবা স্ত্রীগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।
লেফটেনেন্ট ইনজামামুল আমীন প্রীম জানান, করোনা মোবাবেলার যুদ্ধে লড়াই করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আমরা পঞ্চগড় জেলায় কর্মরত রয়েছি। শুরু থেকে আমরা জেলায় ত্রাণ কার্যক্রম ও অনন্যা জনসচেতনামুল সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। তখন থেকে আমরা একটি তাগাদা অনুভব করি যে জেলার যত প্রতিবন্ধী ও দু:স্থ শিশু রয়েছে তাদের জন্য কিছু করার।
এজন্য আমরা পঞ্চগড় জেলায় যত দ:ুস্থ ও প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের একটি তালিকা আমরা তৈরী করেছি। ওই তালিকা অনুয়াযী পঞ্চগড় জেলায় দ:ুস্থ শিশুদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে আসছিলাম।
এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পঞ্চগড়ে যতগুলো এতিমখানায় রয়েছে আমরা সকল এতিম খানায় ত্রাণ ও ঈদ উপহার সাগ্রমী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতিমদের ছাড়াও জেলায় মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী রয়েছেন তাদের তালিকা তৈরী কার হয়েছে। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছি।