সোহেল রানা, পঞ্চগড়।
১৩/০৫/২০২০
পঞ্চগড়: সামাজিক দুরত্ব বজায় রেখে পঞ্চগড়ে বুরো বাংলাদেশ নামে একটি বেসরকারী এনজিও অসহায়, কর্মহীন ও দারিদ্র ৫ শতাধিক পরিববারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আজ বুধবার (১৩ মে) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে পঞ্চগড় সদর উপজেলার অসহায় কর্মহীন ও দারিদ্র ৫ শতাধিক পরিববারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, হষা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ও বুরো বাংলাদেশের ঠাকুরগাঁও অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আওলাদ হোসেন অসহায়, কর্মহীন ও দারিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় পঞ্চগড় বুরো বাংলাদেশ এর ব্যবস্থাপক মীর নাজমুস সাদাত, ঠাকুরগাঁও বুরো বংলাদেশ এর ব্যবস্থাপক হাসান মাহফুজ এবং পঞ্চগড় সদর শাখা ব্যবস্থাপক মোঃ শামিম সহ এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল ১০ কেজি,আলু ২ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি ,সাবান ২ টি ,মাস্ক ২ টি,সেমাই ১ প্যাকেট, গুড়া দুধ ১ প্যাকেট দেয়া হয়েছে।