আজ (১১ ফেব্রুয়ারী) বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর সেতুভাঙ্গা এলাকায় চট্রগ্রাম হইতে নোয়াখালী গামী বাধঁন বাসের সাথে একটি বরযাত্রী বাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই একজন শিশু বরযাত্রী মৃত্যুবরণ করেন।
মৃত জোসনা আক্তার (১১) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন কাশিমপুর এলাকার জনৈক সাইফুল ইসলামের মেয়ে। এছাড়া স্থানীয় লোকজন তাৎক্ষনিক আরো ৮জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক আরো ২জন যাত্রীকে মৃত ঘোষনা করেন এবং বাকী ৬জন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
চলতি বছরে চট্টগ্রাম-নোয়াখালী গামী বাঁধন নামক বাসের বেপরোয়া গতিতে শুধুমাত্র নোয়াখালী বেগমগঞ্জ এলাকায় আরো চারবার মারাত্বক দুর্ঘটনা ঘটে, যাতে করে একজন ইতালিয়ান প্রবাসী সহ আরো চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। উক্ত বিষয়ে সাময়িক আলোচনা হলেও কয়েকদিন পর বাঁধন বাস মালিকের হস্তেক্ষেপে দুর্ঘটনার বিষয়টি অফসাইডে চলে যায়। এই প্রাণঘাতী বাঁধন বাসের বেপরোয়া গতি এবং অদক্ষ ড্রাইভারের আইনের কোন প্রয়োগ এখন পযন্ত আমাদের চোখে পড়ে নাই। আজকের দু-র্ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে আমাদেরকে বিষয়টি আশস্থ করেন হাইওয়ে পুলিশ।