January 16, 2026, 11:44 pm
Logo
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‘আশুলিয়ার বাইদগাওয়ে জমি সংক্রান্ত বিরোধ, বসতবাড়িতে তালা ও মারধরের অভিযোগ উঠেছে’ আন্তর্জাতিক মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর দিচ্ছে ডাক, মানবাধিকার মুক্তি পাক।
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নুরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ,পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার

স্টাফ রিপোর্টারঃ 268
নিউজ আপঃ Friday, July 9, 2021

সাভারে পুকুরে বিষ প্রয়োগ করে আবারও মাছ মেরে ফেলার অভিযোগ সেই নুরুজ্জামানের বিরুদ্ধে। বিরুলিয়া ইউনিয়নের ভবানিপুরের সমন আলীর পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।

এঘটনা বৃহস্পতিবার সাভার মডেল থানায় মাছ চাষী সমন আলী বাদি হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গত বছর একই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ ছিলো এই নুরুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানাযায়, মাছ চাষী সমন আলী একটি পুকুর সরকার থেকে লিজ নিয়ে র্দীঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন।

পূর্ব শত্রুতার জের ধরে বিভিন্ন সময় ওই পুকুরে মাছ চাষ না করার জন্য বলতেন নুরুজ্জামান ও তার লোকজন এবং পুকুরের মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছিল। পরে গত ৫ জুলাই সকালে মাছের খাবার দিতে গিয়ে সমন আলী দেখতে পান পুকুরের রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির ৫/৬ লক্ষ টাকা মূল্যের মাছ মরে পানিতে ভেসে আছে। পরে তিনি মাছ মারার বিষয়টি স্থানীদের জানান এবং বিষ প্রয়োগের ঘটনায় নুরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তোকে এই পুকুরে মাছ চাষ করতে নিষেধ করেছি। তাও তুই এই পুকুরে মাছ চাষ করেছিস। তোকে এখানে মাছ চাষ করতে দিবোনা। তাই বিষ প্রয়োগ করে মাছ মেরেছি। তুই যা পারিস তাই করিস। পুকুরে বিষ প্রয়োগের ঘটনাটি গত ৪ জুলাই রাত ৯টার পরে যে কোনো সময় হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৫জুন একই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা ও পুকুরটি দখলের চেষ্টার অভিযোগ ছিলো এই নুরুজ্জামানের বিরুদ্ধে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share