
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৫, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৪:০৩ পি.এম
নিম্ন আয়ের ৩শ পরিবারের মাঝে চাউল বিতরণ

করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের প্রথম থেকেই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অসহায়, গরীব, দিনমজুর ও নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে খাদ্য সহায়তা করে আসছে। শনিবার (১৭ জুলাই) সকাল থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদে ৩শ জন নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
এছাড়াও ইউনিয়নের ১ থেকে ৪ নং ওয়ার্ডের ভিজিএফ উপকার ভোগীদের মাঝে ও চাউল বিতরণ করা হয়। নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিয়াদ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ, আবজাল হোসেন, আবু সাঈদ মোল্যাসহ প্রমুখ। মোঃ আব্দুস সালাম বলেন, আজ নারুয়া ইউনিয়নের সকল নিম্ন আয়ের পেশাজীবীদের ও ভিজিএফ ভোগী১,২,৩ ও ৪ নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।আগামী কাল ও এই কার্যক্রম চলবে।
Copyright © 2025 News All Time 24. All rights reserved.