ওয়ানডেতে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কোনোবারই জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। হ্যামিল্টনে আজ ভারতের কাছে ১১০ রানে হারল বাংলাদেশের মেয়েরা।
শুরুতে ব্যাট করে বাংলাদেশকে চাপে রাখলেও, ৪৪ রান থাকতেই তিন উইকেট হারায় ভারত। তবে ইয়াস্তিকা ভাটিয়ার হাফ সেঞ্চুরি এবং শেষ দিকে পুজা বাস্ত্রকর (৩০) ও স্নেহ রানার (২৭) ব্যাটে ২২৯ রান করে ভারত।
বাংলাদেশ হারলেও নিজ দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন অধিনায়ক নিগার সুলতানা। নিজ দলের ফিল্ডারদের নিয়ে নিগার জানান, ‘আমরা ভালোভাবে বল করেছিলাম এবং কম রানের মধ্যে তাদের আটকে দিয়েছিলাম, এটা চমৎকার।’
আজ বাংলাদেশের একাদশে ছিলেন না নিয়মিত উইকেটরক্ষক শামীমা সুলতানা। তাই অধিনায়ক জ্যোতিকেই নেমে পড়তে হয়েছে উইকেটের পেছনে গ্লাভস হাতে। জ্যোতি বলেন, ‘কারণ আজ শামীমা খেলেনি, তবে এতে (কিপিং) আমার অধিনায়কত্ব করা সহজ হয়েছিল।’
হারের কারণ হিসেবে নিগার বললেন, ‘দ্রুত উইকেট হারালে এটা কঠিন। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। এই ম্যাচে আমরা বড় জুটি গড়তে পারিনি। আমি মনে করি এটার মাশুল দিতে হয়েছে আমাদের।’
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার রিতু মনি। এই পেসার ৩৭ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া নাহিদা আক্তার দুটি এবং জাহানারা আলম একটি উইকেট নেন।