নিউজ অলটাইম নিউজ পোটলে “অনাবাদী রয়েছে দু’হাজার একর কৃষি জমি,কলাপাড়ায় সরকারি খালে বাঁধ দিয়ে ১৬টি মাছরে ঘরে করেছে প্রভাবশালীরা” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর পাঁচজুনিয়া খালের বাঁধ কেটে জলাবদ্ধতা দূর করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।
এসময় তার সাথে কলাপাড়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা এস এস রাকিবুল আহসান ও ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদারসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষকরা। সোমবার দুপুর ১২টার দিকে বাঁধ কেটে দেয়া হয়। এর ফলে পাঁচজুনিয়া বিলের প্রায় দু’হাজার একর কৃষি জমি জলাবদ্ধতা থেকে রাক্ষা পেয়েছে।
উল্লেখ্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের দীর্ঘ চার কিলোমিটার সরকারি খাল। খালের মধ্যে বাঁধ দিয়েছে ১১জন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি। তৈরি করা হয়েছে ১৬টি মাছের ঘের। দীর্ঘ ২৫ বছর ধরে নিজ বাড়ি কিংবা রেকর্ডীয় জমির মুখশা দাবি করে দখল করে নিয়েছে যে যার মতো করে।
প্রায় দু’হাজার একর কৃষি জমির পানি নিস্কাশনের জন্য বিকল্প হিসেবে সরকারি রাস্তার ওপর ছিলো একটি মাত্র কালভাট। কালভাটটি ভেঙ্গে যাওয়ায় ইউপি চেয়ারম্যান ৩ফুট ব্যাসের একটি পাইপ বসিয়েছিলো। তাও আলমগীর হাওলাদার ও মোক্তার হোসেন নামের প্রভাবশালী মাটি কেটে আটকিয়ে দিয়েছে। বর্তমানে দু’হাজার একর জমির বর্ষার পানি নামতে পারেনি। সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক সাংবাদিকদের বলেন, পাঁচজুনিয়া গ্রামের ২৫ বছর যাবৎ দখলকৃত খালটির বাঁধ কেটে জলাবদ্ধতা দূর করা হয়েছে ।