আর কে ওসমান আলী দিনাজপুর:-
দিনাজপুরের নবাবগঞ্জে "দৈনিক আমার দেশ" পত্রিকার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য রোকনুজ্জামান রোকনের পিতা নূরুল ইসলাম স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৯আগষ্ট) সকাল ১১ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তাঁর মৃত্যুতে নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।