আর কে ওসমান আলী, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের নবাবগঞ্জে ইশ্বরপুর পূর্ব পাড়া জামে-মসজিদের ছাদ ঢালাই ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য আনোয়ারুল ইসলাম ।
বুধবার (২০ আগষ্ট) আনোয়ারুল ইসলাম প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে মসজিদের ঢালাই ও নির্মাণ কাজের উদ্বোধন করেন। মসজিদ নির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে তিনি নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রেজাউল ইসলাম ও উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি আঃ রহিম সহ অনেকেই উপস্থিত ছিলেন।